প্রকাশিত: Mon, Jul 24, 2023 10:20 AM
আপডেট: Mon, Jan 26, 2026 9:00 AM

[১]বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী, তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান একটি আলোচনা সভায় বলেছেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়- তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন। 

[৩] তিনি বলেন, এটা নিয়ে বিভ্রান্তি বা ধোঁয়াশার কিছু নেই। আমাদের দলের পরিস্কার সিদ্ধান্ত এটাই। 

[৪] ২৭ জুলাই ঢাকা মহাসমাবেশ ঘিরে প্রস্তুতির কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন পদযাত্রা, তারুণ্য সমাবেশসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি। এসব কর্মসূচি সরকারের বাধা সত্ত্বেও সফল হয়েছে। এসব কর্মসূচিতে মানুষ স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তাদের উচিত এখনই চলে যাওয়া। 

[৫] মির্জা ফখরুল বলেন, আরো নতুন কিছু কর্মসূচি আসছে। সরকার বা আওয়ামী লীগ যদি সমাবেশগুলোতে বাধা না দেয়, তাহলে আমাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হয়- তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। 

[৬] তিনি বলেন, আপনারা লক্ষ্য করেন; এই সরকারের সঙ্গে এখন কেউ নেই। ওই ১৪ দল ছাড়া। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছাড়াও যারা এখন নিবন্ধন পাননি তারা সবাই এখন এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ এখন এই সরকারের পতন দেখতে চায়। 

[৭] প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মনে করি না যে বর্তমান আওয়ামী লীগ সরকার পাশর্^বর্তী কোনো দেশের ছত্রচ্ছায়ায় ক্ষমতায় টিকে আছে। কিন্তু সরকারের পরাষ্ট্রমন্ত্রী তো প্রকাশ্যে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব